…অনেকদিন পর তিন তিন বন্ধু এক সাথে জমানো সখের কালেকশন নিয়ে আলাপ…

…অনেকদিন পর টিভি চ্যানেল ২৪-এ তিন তিন বন্ধু এক সাথে জমানো সখের কালেকশন নিয়ে আলাপ……অনেকদিন পর টিভি চ্যানেল ২৪-এ তিন তিন বন্ধু এক সাথে জমানো সখের কালেকশন নিয়ে আলাপে মত্ত হলাম..দিলু খন্দকার আর আমি একটা সময় ছিলাম খুব কাছের..দারুন সখ্যতা ছিলো দুজনার..যা আজও আছে..খেলা দেখা-রির্পোট লেখা নিয়ে বহুদিন গেছে যে অনেক রাত্র অবধি এক সাথেই ছিলাম..দিলু বাংলার বানী হয়ে তখন ছিলো ইত্তেফাকের স্পোর্টস রির্পোটার..আমি ক্রীড়া ম্যাগাজিন ”ক্রীড়াজগতে”..দিলু সে সময়টায় ক্রীড়াজগতেও লিখত নিয়মিত..খেলা দেখা নিয়ে আমি আর দিলু ঘুরেছিও অনেক যায়গায়..ক্রীড়াজগতে একসাথে অনেক কভার ষ্টোরীও করেছি আমরা..কতনা  মধুর সুখকর দিনগুলো ছিলো..মনে পড়ে শ্রদ্বেয় মরহুম মল্লিক ভাইয়ের হাত ধরে প্রিয় ম্যাগাজিন ক্রীড়াজগতের ক্রীড়ামোদীর পাঁতায় চিঠি পত্র লেখা দিয়েই ছিলো আমাদের লেখালিখির হাতে খড়ি..দুলু মল্লিক ভাই লিখতেন তখন বিভিন্ন পত্র পত্রিকায়..শ্রদ্বেয় মল্লিক ভাইয়েরই ছোট ভাই ছিলেন দুলু মল্লিক..বায়তুল মোকরমের উল্টো পাশে ছিলো মল্লিক ভাইয়ের ঘড়ির দোকান..ওখানেই সময় করে আড্ডা দেয়া হত আমাদের..সেই থেকেই দুলু ভাইয়ের সাথে সখ্যতা গড়ে উঠে…

..দিন বদলের সাথে সাথে দিলু আজ টিভি চ্যানেল ২৪ এর স্পোর্টস এডিটর..দুলু মল্লিক ভাই আজ দৈনিক করোতোয়ার স্পোর্টস ইনর্চাজ..আর আমি মাঝে দেশের বাইরে থাকার কারনে আজ সেই প্রিয় জগতটায় নেই..কর্মরত আছি মেট্রো প্রপাটিজ লিমিটেডএ..আজ বহুদিন পর আমরা সেই তিনজন এক সাথে বসে সখের কালেকশন নিয়ে আলাপে মেতেছিলাম টিভি চ্যানেল ২৪ এ..আমার খেলার ছবি জমানো যেমন সখ তেমনি দুলু মল্লিক ভাইয়ের সখ স্পোর্টসের উপর ডাক টিকিট কালেকশন..এনিয়েই প্রোগামটা সাজিয়েছিলো দিলু..এখানে তারই কিছু ছবি তুলে ধরা হলো..থ্যান্কস জানাতেই ”চ্যানেল ২৪” আর সেই সাথে দিলুকে আমাদের কালেকশন তুলে ধরে কথা বলার সুযোগ করে দেবার জন্য..

…টিভি ”চ্যানেল ২৪” এর স্পোর্টস এডিটর দিলু খন্দকার…

…দৈনিক করোতোয়ার স্পোর্টস ইনর্চাজ দুলু মল্লিক…

 

2 Responses to “…অনেকদিন পর তিন তিন বন্ধু এক সাথে জমানো সখের কালেকশন নিয়ে আলাপ…”

  1. Manjoor milki

    Sep 18. 2014

    kiron tomader programme dekhlam raat jaygay.khub bhalo laglo.beshesh koray tomar paper cutting er kotha. Ai obbhashta ballokalay amar u silo.beshesh koray Cricketarder Sobhi Shonggroho. R Stamp Er U Bishal Shongroho Silo.Kintu Kobay Kothai J Aiguli Jibon Thakay Hawa Hoia Gelo Bujtay E Parlam Na.

    Reply to this comment

Leave a Reply