…স্মৃতি যেমন মধুর তেমনি বেদনাময়…

…বাঁয়ে আমি,হকি ও ক্রিকেটের প্রাক্তন তারকা খেলোয়াড় ইব্রাহিম সাবের,ক্রীড়া সাংবাদিক রউফুল হাসান ও কাশিনাথ বসাক…

…মনে হয় এইত সেদিনের কথা…অথচ তিন তিনটি দশক পেছনে ফেলে আসা হয়েছে…দেখতে দেখতেই এরই মাঝে পাঁচটি এশিয়ান গেমস হয়ে গেছে…কদিন পরেই দঃকোরিয়ায় আসর শুরু হচ্ছে আরো একটি আসরের…সময় যে কেমন করে কেটে যায় ভাবাই যায়না…উপরে ও নীচে ১৯৯৪ সালের জাপানের হিরোশিমা এশিয়ান গেমসের ছবি… ছবি গুলো আমার কাছে যেমন সুখকর স্মৃতির তেমনি বেদনারও…উপরে সবার বাঁয়ে আমি,হকি ও ক্রিকেটের প্রাক্তন তারকা খেলোয়াড় ইব্রাহিম সাবের,ক্রীড়া সাংবাদিক রউফুল হাসান ও কাশিনাথ বসাক…নীচের ছবিতে সবার ডানে আমি,কাশিনাথ বসাক,তৎকালীন এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভাপতি(কুয়েতের বাদশার ছেলে),আতাউল হক মল্লিক ও জাফর ইমাম…কতনা সুখকর কটি দিন কেটেছে হিরোশিমা এশিয়ান গেমস চলাকালীন সময়ে এদের সাথে…অতঃপর আজ ছবি গুলোর স্মৃতি বড়ই বেদনার…

…দুটো ছবির মাঝে তিন তিনজন আতাউল হক মল্লিক ভাই-জাফর ইমাম ভাই-রউফুল হাসান ভাই আজ আমাদের মাঝে নেই…তিনজনই ছিলেন আমাদের খেলাধুলার অঙ্গনের তিন বিশিষ্ট জনপ্রিয় ব্যাক্তিত্ব…আমার খুব প্রিয়জন…মরহুম আতাউল হক মল্লিক ভাই ছিলেন আমাদের খেলাধুলার অঙ্গনে বহুগুনে গুনাম্বিত এক অতুলোনীয় ব্যাক্তিত্ব…ঢাকার ক্রিকেট লীগ খেলেছেন দাপটের সাথে…ফুটবল লীগও খেলেছেন…ছিলেন ফুটবলের ফিফা রেফারী…ক্রিকেটের আন্তর্জাতিক আম্পায়ার…হকি-ভলিবলেরও রেফারী ছিলেন…ছিলেন নামী ও জনপ্রিয় ক্রীড়া ধারা ভাষ্যকার…আর ছিলেন খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক…যার অনুপ্রেরনায় ও সহযোগীতায় অনেকেই লেখালিখি জগতে উঠে এসেছেন…আমারও গুরু ছিলেন শ্রদ্বেয় মল্লিক ভাই…খেলাধুলার উপর তার জ্ঞান আর স্মৃতি শক্তি ছিলো প্রখর…খেলার যত নিয়ম কানুন ও রের্কড সমুহ ছিলো যেন তার ঠোটস্থ…এমন গুনি মানুষ দ্বিতীয়টি আজও দেখা মেলেনি…নিয়তির কি নির্মম পরিহাস এয়ার পোর্টের নিকটে মেয়ের জামাইয়ের বাসায় বেড়াতে যাবার পথে মর্মান্তিক সড়ক দুঘটনায় মারা যান মল্লিক ভাই…ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন ভাবী…

…হিরোশিমায় লিয়াজো অফিসারের সাথে আমি…

…মরহুম রউফুল হাসান ভাই ছিলেন তৎকালীন ইংরেজি দৈনিক অবজারভারের স্পোর্টস এডিটর…দারুন ব্যাক্তিত্ব সম্পন্ন এক মানুষ ছিলেন তিনি…হিরোশিমায় গিয়েই বলব তার সাথে প্রথম খুব কাছা কাছি মিশেছিলাম…দেখেছি তখন কত সুন্দর মনের মানুষ ছিলেন তিনি…খুব অল্প সময় হিরোশিমার আসরের কটা দিন রউফুল ভাই আমাকে এতটাই স্নেহ দিয়ে ভরিয়ে দিয়েছিলেন যেন মনে হয়েছে কত দিনের চেনা…কত আপন বড় ভাইয়ের মত…ভুলতে পারিনি আজও রউফুল ভাইকে…তার আরেকটা পরিচয় ছিলো তুলে ধরার মত…জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন দলনায়ক রকিবুল হাসানের বড় ভাই ছিলেন রউফুল হাসান…

…হিরোশিমার হকি ষ্টেডিয়ামে বাংলাদেশের খেলা উপভোগ করছেন অন্যদের মাঝে সাংবাদিক মরহুম মল্লিক ভাই-হেসেইন দিদার-ইব্রাহিম সাবের ভাই-মাহফুজুর রহমান ও নাসমুল হাসান দোদুল…

…বিশিষ্ট ক্রীড়া সংগঠক রাজশাহীর কৃতি সন্তান মরহুম জাফর ভাই ছিলেন অতি পরিচিত মুখ…সে সময়টায় তিনি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব…শান্ত-ভদ্র অমায়িক স্বভাবের মানুষ ছিলেন জাফর ভাই…মনে পড়ে হিরোশিমা এশিয়ান গেমসের সময়টায় জাফর ভাইয়ের কাছ থেকে কোর্টপিন নিয়ে নানা দেশের সাংবাদিক-খেলোয়াড়-কর্মকর্তার কাছে অদল-বদল করে আমি নিজেই সংগ্রহ করেছিলাম দুশতাধিক কোর্টপিন…যা কিনা আজও যত্ন সহকারে জমিয়ে রেখেছি…জাফর ভাই সে সময়টায় ছিলেন এশিয়ান অলিম্পিক কাউন্সিলের(এওসি) সভাপতির এক উপদেষ্টা…সেই সূত্রেই তিনি একদিন মল্লিক ভাই-কাশিদা ও আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এওসির সভাপতির সাথে…সেই সুযোগে তার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিলো আমাদের…

…স্মৃতি যেমন মধুর তেমনি বেদনাময়…আজ আমাদের মাঝে নেই শ্রদ্বেয় তিন ক্রীড়া ব্যাক্তিত্ব মরহুম জাফর ভাই-মরহুম মল্লিক ভাই ও মরহুম রউফুল ভাই তবে যতদিন বেঁচে থাকব স্মৃতিতে আমার কাছে চীড় জাগ্রত থাকবেন তিনজনই…কিছুতেই ভোলার মত নয় তিনজনের সাথে পরিচয়ের সুখ স্মৃতি গুলো…

No comments.

Leave a Reply