…ইসলামিয়ার সেই আড্ডটা আজ আর নেই…

….ইসলামিয়ার আড্ডায় এক সময়ের ক্রিকেট বোর্ডের সম্পাদক আমিনুল ইসলাম মনি ভাইকে দেখা যাচ্ছে সবার মাঝে….

…বলতে হয় নব্বুই দশক অবধি যারা খেলা পাগল মানুষ ছিলেন…যাদের পদচারনা থাকত ঢাকা ষ্টেডিয়ামে তাদের মাঝে এমন কেউ নেই যাদের সাথে ইসলামিয়ার পরিচয় বা সখ্যতা ছিলোনা…বলছিলাম ঢাকা ষ্টেডিয়ামের জনপ্রিয় ইসলামিয়া রেষ্টুরেন্টের কথা…খেলা শুরুর আগে-পরে মাঝখানে সময় করে ঢু মারা হত ইসলামিয়ার চায়ের আডাডায় ডুবে থাকার জন্য…খেলাধুলার অঙ্গনের এমন কেউ নেই যে ওখানে দেখা পাওয়া যেতনা…ধানমন্ডি ক্লাবের সেই সময়ের কর্মকর্তা পাকা ভাইয়ের কলান্যে খুজে পেলাম  ইসলামিয়া হোটেলের ছবি…দেখেই মনে পড়ে গেলো মান্না দার সেই বিখ্যাত গানটার কথা”কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই”…বলতে মন চাইলো ইসলামিয়ার সেই চায়ের আড্ডটা আজ আর নেই…আমার মত অনেকেই দারুন ভাবে মিস করেন ইসলামিয়ার সেই আড্ডাটা তা  না বল্লেই নয়…কদিন আগে কথা প্রসঙ্গে পাকা ভাই জানালেন ক্রীড়া ব্যাক্তিত্ব সংগঠক সাদেক হোসেন খোকা ভাই মন্ত্রী হবার পরদিনও ইসলামিয়ার আড্ডাটা মিস করেননি…খোকা ভাইয়ের মত অনেক বড় বড় রাজনৈতিক ব্যাক্তিত্ব আর সমাজে প্রতিষ্টিতজনদের ও পদচারনায় মুখোর থাকত এই ইসলামিয়া…শুধুকি আড্ডা ফুটবল ক্রিকেটের দলবদলের কাজটাও অনেক সময় সাড়া হত এই ইসলামিয়া রেষ্টুরেন্টে বসেই…ইসলামিয়ার পাশাপাশি মনে পড়ে হোটেল নবান্ন আর প্রেসিডেন্টের কথা…তবে জনপ্রিয়তায় আড্ডার প্রান কেন্দ্রই যেন ছিলো ইসলামিয়া…

…ইসলামিয়ার প্রানের আড্ডার মহুর্ত…

…আমার মত অনেকেরই কতনা স্মৃতি জড়িয়ে আছে সেই ইসলামিয়া হোটেল নিয়ে…সাড়াদিন খেলা দেখা আর রির্পোট লেখার ক্লান্তি দুর হত বন্ধুদের নিয়ে ইসলামিয়ায় আড্ডা দেয়ার মাঝে…ক্রীড়া লেখক সমিতিতে  কাজের ফাঁকেই কতনা না ছুটে যাওয়া হয়েছে লেখক সাংবাদিক বন্ধু দিলু খন্দকার-দুলাল-কাজি আলম বাবু-সানাউল হক খাঁন ভাই-মল্লিক ভাই-মোস্তফা কামাল ভাই-রুমি ভাই-আইনুল ভাই-মিল্কি ভাই-শিশির ভাই-শফিক-ইকবাল কবির-মোস্তাফিজ-ফরহাদ টিটো-বাবলী-খন্দকার তারেক ভাই-সারোয়ার ভাই সহ অনেককেই নিয়ে…মনে পড়ে শ্রদ্বেয় ক্রীড়া ব্যাক্তিত্ব ফুটবল কোচ গাজী ভাই-মরহুম আশরাফ ভাই-নারায়নগন্জের দুলু আফেন্দী ভাই সহ কতজনের সাথেই না আড্ডা হত ইসলামিয়ায় বসে…আড্ডা হত অনেক তারকা খেলোয়াড়ের সাথেও..আজ ওসব স্মৃতি মনে করে খারাপই লাগে…খুব মিস করা হয়…চায়ের আড্ডার মাঝেও কত দিনই না করা হয়েছে সকালের নাস্তা..দুপুর আর রাত্রের খাবার সেই ইসলামিয়ায়…বলা চলে ওসময়টায় অতিথি আপ্যায়নের প্রার কেন্দ্রই ছিলো যেন ইসলামিয়া রেষ্টুরেন্টটি…

থ্যান্কস পাকা ভাইকে আপনার ছবির জন্য…যা স্মৃতিতে অনেকদিন পর জাগ্রত করে দিয়েছে ইসলামিয়ার আড্ডাকে…ইলামিয়া হোটেলটা ছিলো তিন ভাইয়ের…খুব সম্ভবতঃ নব্বুই দশকের শেষের দিকে রেষ্টুরেন্ট বিক্রি করে দিয়ে ব্যবসা গুটিয়ে নেন ওরা…আজ ওটা ইলেকট্রনিক্স দোকান…তবে আজও যখনই ওর পাশ দিয়ে হেটে যাওয়া হয় মনের স্মৃতিতে ভেসে উঠে সেই আড্ডার কথা…যা ভোলার নয় কিছুতেই…ইসলামিয়ার মতই আজ আমাদের মাঝ হতে চীরদিনের মত হারিয়ে গেছেন অনেকেই…বিশেষ করে শ্রদ্বেয় মল্লিক ভাই-শ্রদ্বেয় রুমি ভাই-আইনুল ভাই-ঢাকা মোহামেডানের প্রখ্যাত ফুটবলার কোচ আশরাফ ভাইয়ের কথা খুব মনে পড়ে…

2 Responses to “…ইসলামিয়ার সেই আড্ডটা আজ আর নেই…”

  1. Saleque Sufi

    Jul 19. 2014

    Wonderful reflection . These photographs really makes us nostalgic . We spent so much time there . Bangladesh Sports and Islamia Restaurant grew hands in hand .Once we used to spend hours there taking Rooti Daal gosh . Two Moni Bhais were .Judo Moni bhai and Cricket Moni Bhai .Me , Khalid Hasan ( used to Write in Observer & Krira jagat ) ,Dr Maung Kyaw Sein ( Used to Write in Sports World and Now in Norway) , Mahamudur Rahman ( Editor Amar Desh) were regular visitors . Your creations are making our sports memory richer.

    Reply to this comment
  2. Name (required)

    Jul 20. 2014

    Great Kiron. Tumi Aso Tai Amrau Asi.

    Reply to this comment

Leave a Reply