…কথাতো বলবে সাকিবের ব্যাট আর বল…মুখে-আচরনে কেন…

…বোকা নাকি সাকিব…কি হাস্যোকর যুক্তি দেখালেন…বল্লেন এক সাংবাদিককে আচ্ছা ভাই আপনি যদি বাসায় আপনার আব্বুকে রাগ করে বলেন ভাত খাব না ওটা কি নিউজ হবে…সাকিব যানে না সাকিবটা কে…তিনি যে আমাদের ক্রিকেটের আইকন…আবুল আর হাবুল বলা আর সাকিবের বলা এক জিনিষ নয়…সাকিব যে কদিন আগে এক দর্শককে ঘাড় দিয়েছেন…সিলেটে এক টিন এ্যাজ দর্শকের কলার চেঁপে ধরেছিলেন…টিভিতে কি সুন্দর দেখবার মত অশ্লীল অঙ্গ ভঙ্গি করেছেন এসব মফস্বল নিউজ হয়নি আর্ন্তজাতিক ভাবেই নিউজ হয়েছে…সাকিব একদিন অনুশীলনে না গেলেও সেটা নিউজ হয়…আবুলরা কে কোথায় কি বল্লো ওটা পত্রিকার পাঁতায় ঠায় পায়না…

…সাকিব কচি খোকা এখন নন…সাকিবের বোঝা উচিত জাতীয় দলে খেলা মানেই খেলা পাগল ১৫ কোটি মানুষের প্রতিনিধি করা…অথচ কদিন আগেই সাকিব এক সাক্ষাৎকারে বড় গোলাতেই বলেছেন আমি কারো ভাল লাগার জন্য খেলিনা…নিজের ভাল লাগার জন্যই খেলি…বোকা নাকি…কেমন করে বলেন এমন অগ্রহন যোগ্য কথা…দেশের হয়ে খেলা মানেইতো ১৫ কোটি মানুষের ভাল লাগার জন্য খেলা…বোঝা উচিত খেলোয়াড়দের ভাল খারাপ পারফরমেন্সের উপরই ১৫ কোটি মানুষের হাসি আনন্দ…দুঃখ কষ্ট-যন্ত্রনা সেই সাথে দেশের মান সম্মান ভাবমূর্তি নির্ভর করে…এদেশে কোটি ভক্ত আছে যারা সাকিবের খেলা দেখার জন্য দিনের পর দিন অপেক্ষায় থেকে ছুটে যান ষ্টেডিয়ামে…কেউবা কাজের ফাঁকেও সময় বের বসে পড়েন টিভির সামনে…অনেকে রীতিমত প্রার্থনাও করেন…তাই যদি হয় তাহলে সাকিব কেমন করে বলেন নিজের ভাল লাগার জন্যই খেলি…কারো ভাল লাগার জন্য খেলিনা..কে কি বল্লেন এ নিয়েও ভাবি না…ভাবাটা উচিত…সাকিব যে ১৫ কোটি মানুষের ভাল লাগার ক্রিকেটার…

…সাকিবের বোঝা উচিত তিনি সহ অন্য সব খেলোয়াড়রা যা পারেন তা দেশের প্রধান মন্ত্রী বা সরকার প্রধানরাও পারেন না…প্লেয়ারাই একমাত্র ব্লেজারের বুক পকেটে দেশের পতাকা বহন করেন…যা সরকার প্রধানরাও পারেন না…উনারা বহন করেন গাড়ীতে…তাই বলব সাকিবের এমন কিছু ওপেন ভাবে বা ফোনে বা ম্যাসেজ দিয়ে বলা উচিত নয় বা শো করা উচিত নয় যা ১৫ কোটি মানুষকে হার্ট করে…এমহুর্তে গোটা দেশেই যেন ঝড় বয়ে যাচ্ছে সাকিবের জাতীয় দলে না খেলার কথা বলাটায়…ব্যাপারটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে তা হবে চরম হতাশাজনক-দুঃখজনক ও মেনে নেয়ার মত নয়…সাকিব ভুল করে হোক আর রাগের মাথায় হোক যদি বলেই থাকেন তাহলে তার স্যরি বলাই মঙ্গল…

……কদনি আগওে হোটলেে রুম বদল করছেনে নিজের মত করে…সরিজিরে মাঝে শুটিং ও চুক্ততিওে চলে গছেনে…এসবও বিতর্কের জম্ন দিয়েছেন…বেশ কিছুদিন আগে আরেকবার সাকিবের একটা মন্তব্য নিয়েও নানা কথা উঠেছে…বলেছিলেন দেশের জন্য খেলে বিসিবি হতে যে টাকা পাওয়া হয় তা আর কই বেশী…একটা রেষ্টুরেন্টে বসে খেলেইতো খসে যায় হাজার হাজার টাকা…ভাল…সাকিবের বোঝা উচিত যে দেশটার প্রতিনিধিত্ব করেন সে দেশটাকে রক্তের বিনিময়ে যারা স্বাধীন করে আমাদের লাল সবুজের পতাকা উপহার দিয়েছিলেন সে সব শ্রদ্ধার বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই আজ অসহায় জীবন যাপন করছেন…কেউ কেউ দুবেলা ঠিকভাবে না খেতে পেরে মানুষের কাছে হাত পাতছেন…সরকার তাদের মাসে মাসে যে ভাতা দেন তা সাকিব রেষ্টুরেন্টে খেতে গেলে হয়ত চার গুন খরচ করেন…অথচ সাকিবদের লাখ লাখ টাকা প্রতি মাসে বেতন-বোনাস-স্বাস্থ সেবা সহ কতনা সুযোগ সুবিধা দেয়া হয়…কোটি কোটি টাকা ব্যায় করা হয় ক্রিকেট দলটার পেছনে…তাদের সাথে আছে কোটি কোটি ভক্তের ভালোবাসা-উৎসাহ-প্রেরনা…অথচ ব্যাক্তি স্বার্থ ক্ষুন্ন হওয়ায় কোটি ভক্তের ভালোবাসার পাত্র সাকিব কেমন করে বলতে পারলেন বাংলাদেশের হয়ে আর খেলবনা…কথাটা বলেই থাকলে তা কতটা হার্ট করার মত তা আর খুলে বলতে হয়না…


…সাকিবের বোঝা উচিত তিনি  টেষ্ট আর ওডানডে ম্যাচে ১০০ শতক সহ ৩০ হাজারেরও বেশী রান সংগ্রহ কারী শচিন টেন্ডুলকারের মত মহান ক্রিকেটার নন যে তার ঔদ্দত্ত কথা বার্তা-খারাপ আচোরন গুলো বার বার মাথা মেতে সহ্য করতে হবে…কই গ্রেট এন্ড গ্রেট ক্রিকেটার টেন্ডুলকার বা দ্রাবিরের স্বর্নালী ক্যারিয়ারে তাদের খারাপ কোন দিক নিয়েতো কখনও দেখিনি কোন নিউজ পত্রিকার পাঁতায়…দেখব কেমন করে ওমন নিন্দনীয় কাজ করলেতো…সাকিব কেনই বা ওমনটা করে সমালোচনার মুখে পড়বেন বার বার…সাকিবের উচিত যা হবার হয়েছে এখন থেকে সংযত হওয়া কথায় ও আচোরনে…কথাতো বলবে সাকিবের ব্যাট আর বল…মুখে-আচরনে কেন…

…সাকিবের বিগত দিনের আর এমহুর্তের আচরনে বেজায় ক্ষেপেছেন ক্রিকেট বোর্ড প্রধান এবং বোর্ডের অন্য কর্তারা…পাপন সাহেবতো কড়া ভাষায় বলেই দিয়েছেন কেউ দেশ ও খেলার উর্ধে নয়…ডিসিপ্লিন ও নিয়ম ভঙ্গ করে কেউ অন্যায়-খারাপ আচরন করলে আর কোন ছাড় নয়.. সে যত বড় প্লেয়ারই হন না কেন…শাস্তি তাকে পেতেই হবে…৭জুলাই বোর্ড মিটিংএ নাকি এব্যাপারে সিদ্বান্ত নেয়া হবে…দেখা যাক সাকিবের ব্যাপারটায় কি ঘোষনা আসে…

No comments.

Leave a Reply