…প্রিয় সংগঠক ববি ভাই…ঘর সংসার যার ক্রিকেটকে নিয়েই…

…আমাদের ক্রিকেটের নিবেদিত প্রান,কর্মঠ ও নিষ্টাবান এক সংগঠকের নাম আহম্মেদ সাজ্জাদুল আলম ববি…আমার অনেক ভাল লাগার এবং প্রিয় ক্রিকেট ব্যাক্তিত্ব বোর্ড পরিচালক বলব আমার কেন অনেকেরই প্রিয় ক্রিকেট সংগঠক হলেন ববি ভাই…দীর্ঘ চার দশক ধরে সক্রিয় ভাবেই ক্রিকেটের সেবা করে যাচ্ছেন নিরলস পরিশ্রম করে…ক্রিকেটের সাথেই যেন নিবীড় আত্মার সম্পর্ক তার…আজ যমুনা টিভিতে একান্ত সাক্ষাতকারে ববি ভাইকে দেখে ভালই লাগলো…বল্লেন দীর্ঘদিনের ক্রিকেটের সাথে জড়িয়ে থাকা অনেক সুখ-দুঃখের স্মৃতির কথা…

…ছোট বেলা হতেই যেন তার ধ্যান ধারনায়-ভাবনায় শুধুই ছিলো ক্রিকেট আর ক্রিকেট…সরল ভাবে তাই বলেই ফেল্লেন ঘর সংসার তার এই ক্রিকেটকে নিয়েই…ক্রিকেটের কারনেই কারো সাথে জুটি করার সময় আর বের করা হয়ে উঠেনি বা মাথায়ও ছিলোনা…বোঝাই যায় ক্রিকেটকে কতটা আপন করে নিয়েছিলেন ববি ভাই…এর পেছনে অবশ্য বাবা-মায়ের উৎসাহটাই তার বড় প্রেরনা হিসেবে কাজ করেছে…ক্রিকেট বোর্ড আর আবাহনীর ক্রিকেট টীমের পেছনেই কেটেছে তার জীবনের মূল্যবান সময় গুলো…ক্রিকেট নিয়ে ডুবে থাকার কারনে ব্যাক্তি জীবনে কিছু করা হয়নি বলে তার কোন আক্ষেপ বা হতাশা যেন নেই…বল্লেন ক্রিকেট থেকে যে সম্মান আর সবার ভলবাসা পেয়েছেন তা তার কাছে অনেক বড় পাওয়া হয়ে আছে এবং থাকবে…

…১৯৮৪ মরসুমের দামাল সামার চ্যাম্পিয়ন আবাহনী দলে মাঝে ববি ভাই(দাড়ানো সবার ডানে)

…যমুনা টিভির সাক্ষাতকারে কথা প্রসঙ্গে ববি ভাই জানালেন শেষ জীবনটা তার চরম সূখকর হবে যদি দেখে যেতে পারেন বাংলাদেশ ক্রিকেট দল সব বড় দলকে নিয়মিত ভাবে হারিয়ে বিশ্বের সেরা দু তিন দলের একটা আসনে যেতে পারে…আজ না হোক কাল বা কোন এক সময় বাংলাদেশ সেই আসনে পৌছে যাক এবং ববি ভাইয়ের স্বপ্ন পূরন হোক এ প্রত্যাশা থাকলো…এব্যপারে ববি ভাই বেশ আশাবাদীও…বাংলাদেশ ক্রিকেট দলটা একদিন মাথা উচু করে দাড়াক আর বিশ্ব সেরা দু তিন দলের একটি হিসেবে নিজেদের প্রতিষ্টিত করুক এমন চাওয়াই যেন গোটা জাতির…তাই হোক একামনা করি…অপেক্ষায় থাকলাম তাই দেখার…

…একটা সময় ক্রিকেট খেলা নিয়েই ডুবে ছিলেন গভীর ভাবে…যদিও  শারীরিক অসুস্থতার কারনে খেলাটাকে ছেড়েছেন ঠিকই তবে ক্রিকেটকে ছাড়েননি…সেই তরুন বয়স হতেই সংগঠক হিসেবে নিজেকে জড়িয়ে নেন আবাহনী ক্লাবের সাথে…অতঃপর ক্রিকেট বোর্ডের কর্মকান্ডের সাথে…হয়েছেন বোর্ড পরিচালকও……আবাহনীর সত্তর দশকের সফল দলনায়ক খ্যাতিমান ক্রিকেটার মরহুম আলিউল ভাইয়ের কল্যানেই সে সময় আবাহনী ক্লাবের সাথে নিজেকে সংগঠক হিসেবে জড়িয়ে নিয়েছিলেন…আজও আছেন আবাহনীর সুখ-দুঃখের সাথী হয়ে…ববি ভাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন নানা সময়ে…অনেক দেশ ঘুরে খেলা দেখাও হয়েছে তার…বলতেই হয় একজন সফল সংগঠক হিসেবে আজ প্রতিষ্টিত ববি ভাই…সেই প্রথম জীবনের এক রুমের বোর্ড অফিস হতে আজকের বিশাল আকারের বোর্ড অফিস…চরম অবহেলার মাঝেও সেই হাটি হাটি পাঁ পাঁ করে এগিয়ে যাওয়া থেকে আজকের ক্রিকেটের এই মানে পৌছানের পেছনে অনেক কিছুই দেখা হয়েছে তার…বলব ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে তার অবদানের কথাও ভোলার মত নয়…

…২০০৭ সালে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ম্যানেজার ববি ভাই…

…১৯৯৮ সালে ইংল্যান্ড সফররত জাতীয় দলের ম্যানেজার ববি ভাই…

…ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য জীবনের মূল্যবান সময় নষ্ট করে টানা দীর্ঘ চার দশক ধরে নিরলস পরিশ্রমের মাঝেই আমাদের ক্রিকেটের সেবা দান করে গেলেও ববি ভাইকে তার যথাযত সম্মান দেয়া হয়নি বলতেই হয়…বলছিলাম ক্রীড়া ক্ষেত্রে অল্প স্বল্প অবদান রেখেই কেউ কেউ রাষ্ঠীয় পুরস্কার লাভ করে নিলেও ক্রিকেটের পেছনে নিঃস্বার্থ ভাবে দীর্ঘদিন কাজ করে গেলেও সফল ও জনপ্রিয় সংগঠক ববি ভাই আজ অবধি সে সম্মান লাভ করেননি…জানিনা রাষ্টীয় পুরস্কারের নামের তালিকায় ববি ভাইয়ের নাম কখনও উঠেছে কিনা…আশাকরি এদিকটায় সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ মাথায় রাখবেন…ববি ভাইয়ের মত নিবেদিত প্রান ক্রিকেট সংগঠকের ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি সরুপ রাষ্টীয় পুরস্কার লাভটা যেন প্রাপ্য হয়ে আছে…ববি ভাইয়ের সে সম্মান প্রাপ্তি দেখার অপেক্ষায় থাকলাম…

…বোর্ড অফিসে ক্রীড়া সাংবাদিকদের সাথে ববি ভাই…

One Response to “…প্রিয় সংগঠক ববি ভাই…ঘর সংসার যার ক্রিকেটকে নিয়েই…”

  1. md abul khauer

    Jun 05. 2014

    (thanks lot of allah) ami khub baghghban je boby sir bangladesh ar onek boro akjon taroka amar soubaghgh je ami unar sathe akta sobi tulte peresi r ata sombob hoyese sudhu bcsa ar jonno bcsa ke many many thanks bcsa ar karone amra onek manush ak poribar hothe peresi r onek thanks NAZMUL HASAN KIRON BHAI KE unar onek obodan ase atosob kisu sofol korar jonno

    Reply to this comment

Leave a Reply