…বাবার খেলার স্মৃতি প্রথম বার দেখে বাক রুদ্ধ হলেন তামিম ইকবাল…

…বাবা তার ”ফুটবল – ক্রিকেট” দুটোই খেলতেন…ঢাকা ও চট্রগ্রাম লীগে দাপটের সাথেই খেলে গেছেন…নামী খেলোয়াড়ই ছিলেন…ঢাকা লীগে একবার ১৬ গোল করে মন কেড়েছিলেন সবার…বাংলাদেশ জাতীয় দলের ট্রায়ালেও ছিলেন…ওদিকে চট্রগ্রাম ক্রিকেটে লীগের প্রথম শতরানের রের্কড ছিলো তার…জাতীয় ক্রিকেট ও ফুটবল আসরে দীর্ঘদিন সুনামের সাথেই খেলে গেছেন চট্রগ্রাম জেলা দলের হয়ে…খেলা ছেড়ে নিজ হাতে গড়েছিলেন কেকেআরসি ফুটবল দল…তার প্রশিক্ষনের ছোয়ায় খেলে জাতীয় দলের তারকা ফুটবলার হয়েছিলেন আশীষ ভদ্র…বলছিলাম ”ইকবাল খাঁন”এর কথা…ইনি হলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল ও নাফিস ইকবালের বাবা…গ্রেট ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক আকরাম খাঁন ও জাতীয় জুনিয়ড় দলের খেলোয়াড় আফজাল খাঁনের  বড় ভাই…

…তামিমের তার বাবার খেলা দেখা হয়নি…স্মৃতিতেও তেমন নেই…শুনেছেন যা গল্পের মতই…অতটা ভাল যেন জানাও ছিলোনা বাবা তার কতটা নামী খেলোয়াড় ছিলেন…এক ফ্রেমে যখন ইকবাল খাঁনের ফুটবল ও ক্রিকেটের বহু পুরানো দুর্লভ খেলার ছবি ও খেলার রিপোর্টের পেপার কাটিং এর এক দারুন স্মৃতি মাখা ব্যানার যখন তামিমের হাতে তুলে দিলাম তখন অবাক ত হলেনই আবেগে আপ্লুত হয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন…কথাই বলতে পারছিলেন না…এক দৃষ্ঠিতে তাকিয়ে ছিলেন বাবার কীর্তির রিপোর্ট ও ছবির দিকে.. চোঁখ দুটো টলমল করছিলো তখন…বলছিলাম জানো তামিম তোমার বাবা একবার ঢাকা ফুটবল লীগে প্রথম আসরে সর্বোচ গোলদাতা ছিলেন এবং সেবার মোট ১৬ গোল করেছিলেন…খানিক পর জানতে চাইলো বাবা কোন পজিশনে খেলতো…আবার যখন দেখাচ্ছিলাম এই দেখো তোমার বাবা ছিলেন চট্রগ্রাম ক্রিকেট লীগের প্রথম শতরানের অধিকারী…বল্লো তাই নাকি…বুঝতে বাকি রইলোনা বাবার এতসব কীর্তির কথা তামিমের তেমন জানাই ছিলোনা…

…সত্তর-আশি দশকের একটা সময় চট্রগ্রাম থাকা কালীন সময় যখন ক্রিকেট লীগ খেলতাম আর লেখালিখি করতাম তখন তামিমের বাবা ভদ্র,অমায়ীক ও মিশুক স্বভারের ইকবাল ভাইয়ের সাথে আমার বেশ সখ্যতা ছিলো…এক সাথে খেলা হয়নি ঠিক তবে প্রতিপক্ষ পেয়েছিলাম ইকবাল ভাইকে…হার্ড হিটিং ব্যাটসম্যান ও কার্ষকরি স্পিনার ছিলেন ইকবাল ভাই…


ইকবাল ভাই আজ আমাদের মাঝে নেই ঠিক তবে রেখে গেছেন তার সুযোগ্য দুই সন্তান জাতীয় দলের দুই তারকা ব্যাটম্যান তামিম ও নাফিস ইকবালকে…যাদের কীর্তির মাঝেই যেন জাগ্রত আছেন ইকবাল খাঁন…স্যরি ইকবাল ভাই আপনি জীবিত থাকা অবস্থায় আপনার হাতে তুলে দেয়া হয়নি আপনার খেলোয়াড়ী জীবনের নানা কীর্তির ছবি ও রিপোর্ট দিয়ে বানানো দুর্লভ ব্যানারটি…দিলাম আপনারই সুযোগ্য সন্তান দেশ সেরা ব্যাটসম্যান তামিমের হাতে…

One Response to “…বাবার খেলার স্মৃতি প্রথম বার দেখে বাক রুদ্ধ হলেন তামিম ইকবাল…”

  1. md. t islam tarique

    May 31. 2014

    ek kothay oshadharon ,,,

    Reply to this comment

Leave a Reply to Fuenueseavy