…সমর্থক শূন্য আবাহনী গ্যালারী..ভাবাই যায়না…

…ঢাকা ফুটবলে আজ এক অন্য রকম রের্কড যেন হলো…এই প্রথম সমর্থক শূন্য দেখা গেলো পুরো আবাহনী গ্যালারী!!!!! ভাবাই যায়না…কদিন আগের সাবাধীনতা কাপ ফাইনালে হারের দিন পরাজয়ে ক্ষোভ প্রকাশ করলে নাকি আবাহনী ক্লাবের ফুটবল ম্যানেজার ও কজন খেলোয়াড় নাকি উত্তেজিত হয়ে কিছু সমর্থকদের পিটুনী দিয়েছেন…ঘটনা টা যদি সত্যি হয়ে থাকে তাহলে দুঃজনক বৈকি …তারই প্রতিবাদে আজ খেলা না দেখার সিদ্ধান্ত নেন সমর্থকরা…ব্যাপারটা আবাহনী ক্লাবের জন্য মঙ্গলজনক নয় মোটেও…সমর্থকহীন মাঠে খেলতে নেমে আজ ঢাকা ও চট্রগ্রামের দুই আবাহনীই নিয়েছে পরাজয়ের স্বাধ…

….একটা সময় ছিলো আবাহনীর খেলা মানেই দর্শকভরা ঢাকা ষ্টেডিয়াম…দলীয় সমর্থকদের ভিরে অলিখিত আবাহনীর গ্যালারীতে তীল ধরনের যায়গাও খালি থকতনা…দলীয় সমর্থকরা হৈচৈ-চিৎকার-করতালীতে মাঠ গরম রাখতেন সাড়াক্ষন…মাঠ ভরা সমর্থক যে দল তথা খেলোয়াড়দের ভাল খেলতে দারুনভাবে অনুপ্রানিত ও উৎসাহিত করত তা না বল্লেই নয়…আজ কিনা খেলতে হলো সমর্থক শূন্য মাঠে ভাবাই যায়না…এটা আবাহনী ক্লাবের জন্য মোটেও সুখোকর বার্তা নয়…ব্যাপারটা নিয়ে ক্লাব কর্তাদের ভাবা উচিত গুরুত্ব সহকারেই…

No comments.

Leave a Reply