…এবারের স্বাধীনতা কাপ ফুটবল ট্রফি কি মতিঝিলে যাবে নাকি ফেনীতে…

আজ হতে ৪২ বছর আগে ১৯৭২ সালে প্রথমবারের স্বাধীনতা কাপ ট্রফি উঠেছিলো  মোহামেডানের দলনায়ক পিন্টুর হাতে..এরপর উনিশ বছরের মাথায় ১৯৯১ সালে দলনায়ক কাননের হাত ধরে স্বাধীনতা কাপ উঠেছিলো মোহামেডানের ঘরে…ঠিক তার পরের ২৩ বছরের মাথায় ২০১৪ সালে আবারও স্বাধীনতা কাপ জয়ের সুযোগ..এবার কি পারবেন দলনায়ক এমিলি কাপটা মোহামেডানের তাবুতে তুলতে..নাকি ফেনী সকারের দলনায়ক রিদনের হাত দিয়ে কাপ চলে যাবে ফেনীতে..যা দেখার অপেক্ষায় থাকতে হবে আজ ১২ এপ্রিল সন্ধা অবধি..

 …এখানে স্মরনযোগ্য যে ১৯৭২ সালে মোহামেডানকে চ্যাম্পিয়ন করানোর পেছনে মূল নায়ক ছিলেন আবাহনীর ঘরের ছেলে হিসেবে খ্যাত দেশ সেরা ষ্ট্রাইকার ও বর্তমান মহুর্তের বাফুফে সভাপতি সালাউদ্দিন..ফাইনালে সালাউদ্দিন করেন দৃষ্টি নন্দন দু গোল..অপর গোলটি করেন আমিরুল ইসলাম..সালাউদ্দিনের গোলেই এগিয়ে যায় মোহামেডান..তবে সমতা ফিরিয়ে মাঠ গরম করেন ইষ্টএন্ডের সাত্তার..আমিরুল দলকে এগিয়ে নেন.. শেষ দিকে সালাউদ্দিন ব্যাবধান বাড়ালে শেষমেষ মোহামেডান ৩-১ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়নের স্বাধ নেয়…

…এছাড়া দ্বিতীয় বার ১৯৯১ সালের ফাইনালে মোহামেডান ট্রাইব্রেকারে ৪-২ গোলে চীর প্রতিদন্দি আবাহনীকে হারিয়ে কাপ জয় করে নিয়েছিলো…আবাহনীকে প্রথমেই এগিয়ে নেন আসলাম..দ্বিতীয়ার্ধে নকিব গোল করে সমতা নিয়ে আসেন..ট্রাইব্রেকারে বড় মুন্নার শর্ট যায় বাইরে..রুমির শর্ট কিপার কানন ফিরিয়ে দিলে মোহামেডানের চ্যাম্পিয়নশীপ নিশ্চিত হয়ে যায়…

No comments.

Leave a Reply