…চলুক না ক্রিকেট চলছে যেমন… শোনেনা তো কেউ কথা…

….এটিন নিউজের টকশোতে আজ প্রাক্তন বোর্ড পরিচালক খন্দকার জামিল অনেক ভাল কথাই বলেছেন…একটা বিষয় ভাল লেগেছে…বল্লেন বিশ্ব কাপের মত একটা আসর অথচ বাংলাদেশ দলের একজন ভাইস ক্যাপ্টেন নেই…মুশফিক কার সাথে কথা বলবেন…কে করবে হেলপ…কেউ কি এগিয়ে এসে কথা বলেছে…ভাবনার ব্যাপার বটে…কি আর বলার থাকে…টিভিতে কদিন আগে দেখলাম বোর্ড প্রধান বলছেন কজনের সাথে নাকি সিটিং দিয়েছিলেন…দলনায়কের কাছে নাকি তিনি জানতে চেয়েছেন খেলা নিয়ে তোমাদের প্ল্যান কি…মুশি নাকি বলেছে পরিকল্পনা নাকি মাঠে গিয়ে পালন করা হয়না…মানে হলো কথা কেউ শুনছেনা…

…কথা বলছেন বোর্ড প্রধান পাপন…

…বোর্ড প্রধান এক পর্যায়ে বলেন দলে ইনডিসিপ্লিন বরদাস্থ করা হবেনা…নেয়া হবে কঠোর এ্যাকশান…অপেক্ষা করুন টি-টুয়েন্টি বিশ্ব কাপের পর নাকি অনেক কিছুই নাকি বদলে যাবে…বদলে দেয়া হবে…ভাল কথা…যা শুনতেই ভাল লাগে…ভাবছি কি বদলাবেন তিনি…কতটুকুন করতে পারবেন তিনি…বোর্ড প্রধানের মনে রাখা দরকার বাংলাদেশ দলের টানা ব্যার্থতার দায় তিনিও এড়াতে পারবেন না…তাই বলতে মন চাইছে মুশির কাছে পরিকল্পনার কথা না শুনে ভাবুন নিজেদের পরিকল্পনার কথা…যা ক্রিকেট প্রেমিকরা শুনতে চায়…জানতে চায়…

 …বাংলা ভাষার মাস শেষ হতেই মহান স্বাধীনতার মাসের শুরুতেই গোজামিলের শুভ উদ্ভোধনী অনুষ্টান যেমন ভীন দেশের হাম্বা হাম্বা গানে ভরা তেমনি আমাদের দলটার আর বিসিবির কার্যক্রমও তেমনই ছিলো আগোছালো তা বলতেই হয…যা ছিলো চরম হতাশার…দুঃখজনক হলেও সত্য ক্রীড়া ক্ষেত্রে দেশের সর্বোচ সম্মান ”রাষ্ট্রীয় পুরস্কার” প্রাপ্ত দেশ সেরা সম্মানিত ক্রীড়াবিদদের নাকি দেয়া হয়েছে সাধারন গ্যালারীর টিকেট…ভাবাই যায়না…

…দলনায়ক মুশফিকের কথাটা আবার ও না টেনে পারছিনা…বোর্ড প্রধানকে নাকি বলেছেন পরিকল্পনা যা করা হয় মাঠে গিয়ে নাকি কেউ পালন করছেনা…ঘুরিয়ে বল্লে শুনছেনা…ভাবছি কে শোনে কার কথা…কেউ কথা রাখেনা…বোর্ড প্রধান কি কথা শুনছেন বা রাখছেন…টিভি পর্দায় প্রতিদিন ক্রিকেট সংশ্লিষ্ট কতজন যে নানা কথা বলছেন আর নানা উপদেশ দিচ্ছেন তা কি শোনা হচ্ছে বোর্ড প্রধানের…মন বলে না…

…তিন মোড়লের অবাস্তব ও অগ্রহনযোগ্য সিদ্ধান্ত নিয়ে যখন সাড়া দেশে হৈচৈ তখন কি বোর্ড প্রধানের শোনা হয়েছে কিছু…হয়নি বিধায় নীরব সায় দেযা হয়েছে…শোনা হয়নি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদদের অপমানজনক গ্যালারীর টিকেট দেয়ার ক্ষোভের কথা…বিশ্ব কাপের মত একটা আসরে আমাদের দলে ভাইস ক্যাপ্টেন নেই এটা হয়নি দেখা…একজন আঘাত প্রাপ্ত খেলোয়াড়কে এশিয়া কাপের দলে রেখেই দেয়া হলো কেন জানা হয়নি হয়ত তার…পাশা পাশি দেখা হয়ত হয়নি আঘাত পাওয়া মাত্রই লংকান দিলশানকে পরদিনই দেশে ফেরত পাঠানোর ব্যাপারটা…অবাকই লাগে আমাদের খ্যাতিমান আম্পায়াররা দেশে সুনামের সাথেই ওয়ানডে ম্যাচ পরিচালনা করে থাকেন…শুধু কি তাই দেশের বাইরেও খেলা পরিচালনা করে থাকেন…অথচ আমাদের দেশেই খেলা হবে এশিয়া কাপ আর বিশ্ব কাপ অথচ নেই আমাদের দেশ সেরা আম্পায়ার একজনও…হতাশাজনক এদিকটা আর তার দেখা হয়না…

…প্রিমিয়ার লীগ নামে যে একটা আসর আছে সেটা অনেকেই জানে…হয়ত ওনার শোনা হয়নি খেলোয়াড়দের দাবীর পরও ওটাকে যে গুম করে দেয়া হযেছে…আর ঢাকার বাইরের লীগের কথা নাইবা বলা হলো…অনেক সাজানো গোছানো নির্বাচন করা হলো ক্ষমতায় থাকা অবস্থায়…হয়ত ভুলেই গেছেন এন.এস.সির কোটায় একটা পরিচালকের পদ দীর্ঘদিন ফাঁকা পড়ে আছে…কেন ফাঁকা তা একমাত্র তিনিই ভাল জানেন…জানতে অনেকেরই ইচ্ছে করে কেন ফাঁকা রয়ে গেলো…

…তখন চলছিলো বাছাই পর্বের খেলা…তাও আবার বাছাইয়ের কটি দল ছিলো ঢাকার বাইরে…ওদিকে এসময় মূল বিশ্বকাপের সেরা ৮ দল ঢাকাতেই পাঁ রাখেনি…এমনতর অবস্থায় হাম্বা হাম্বা আর জিয়ারে জিয়া মার্কা হিন্দি গানের আসর বসিয়ে বিশ্বকাপের শুভ উদ্ভোধন করাটা কতটা যুক্তিযুক্ত তা উনার মাথায় আসেনি…বেচারা আইউব বাচ্চুতো মনের ক্ষোভে বলেই ফেলেন হাত তালি নেই দুঃখ নেই…কান খোলা রেখেছেন ওতেই খুশি…আর এক সময়ের তারকা ব্যাটসম্যান জাতীয় দলের খেলোয়াড় হামিনকেতো কষ্ট করে ষ্টেজে উঠে গানই করতে দেয়া হয়নি…এসব হয়ত বোর্ড প্রধানের শোনা হয়নি…

…বাংলাদেশ দলের টানা ব্যার্থতার হতাশার চিত্র…

…হেলিকপ্টার করে মাঠ পরর্দিশনে যাওয়া হয়…কত কিইনা বদলে গেছে…সামনে অনকে কিছুই বদলের কথা শোনালো হলো…তবে শোনা হয়ত হয়নি পাইপ লাইন ফুটো হয়ে যাওয়ার কথা…তাইত বলা হয় বিকল্প নেই তাই ফ্লপ মাষ্টারদরে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো ছাড়া গতি নইে…এভাবে কি আর গতি বাড়ানো যায়…দল গঠন নিয়েও নানা কথা…৪ ম্যাচরে বিশ্ব কাপের প্রতি ম্যাচেই একাদশ পরর্বিতন যেমন লক্ষনীয় তেমনি তুলে ধরার মত…বলা হয় আবুলকে নেয়া হয়নি কারন ও লোকাল ক্রিকেটে ভাল করেনি…হাবুলের বেলায় বলা হচ্ছে ও লোকাল ক্রিকেটে দারুন করেছে…আবার মকবুলের ক্ষেত্রে বলা হয় ধুর মশাই লোকাল ক্রিকেট আর এই লেবেল এক নয়…ওটার কোন মান দন্ড আছে নাকি…এসব হয়ত শোনা হয়নি তার…ভাবছি কেনইবা এত কথা…কেনই বা এত লেখা…কেনইবা  এত হৈচৈ…চলুক না ক্রিকেট চলছে যেমন… শোনেনা তো কেউ কথা…

…তিন মোড়লের ব্যাপারে তীব্র প্রতিবাদ…

No comments.

Leave a Reply