..শখের নেশা..

খেলার প্রতি দুর্বলতটা সেই ছেলে বেলা হতেই…বড় ধরনের একটা শখ বা নেশা ছিলো…যা আজও আছে…থাকবে..তা হলো খেলার ছবি সংগ্রহ করে স্মৃতি ধরে রাখা..কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় নব্বুই দশকের জনপ্রিয় বিটিভির ম্যাগাজিন  অনুষ্টান “প্রচ্ছদ” এ আমার এই শখের নেশাকে নিয়ে একটা প্রোগ্রাম ও করা হয়েছিলো…অত:পর কুড়ি বছর পরে আবার ও ভিন্ন দুটো শখের উপর টিভি প্রোগ্রাম করা…বিশ্বের নানা দেশের টাকা আর খেলার কোর্টপিন সংগ্রহ নিয়ে “দিগন্ত”টিভিতে অনুষ্টান…আমার সংগ্রহ শালায় জমা আছে ১৯০টি দেশের ছয় শতাধিক টাকা আর তিনশোর মত কোর্টপিন…আজও নানা ভাবে কালেকশন করেই যাচ্ছি….

No comments.

Leave a Reply