…চলেই গেলেন সবাইকে ছেড়ে ঢাকার ফুটবলের এক সময়ের খ্যাতিমান খেলোয়াড় সালাউদ্দিন কালা..

…অসময়ে চলেই গেলেন সবাইকে ছেড়ে ঢাকার ফুটবলের এক সময়ের খ্যাতিমান খেলোয়াড় সালাউদ্দিন কালা..সত্তর দশকের ঢাকার ফুটবলের জনপ্রিয় নাম ফুটবলার কালা মাত্র ৫৯ বয়সে গত ৪ ফ্রেবুয়ারী শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি……রাজেউন)..মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন..আবাহনীর কালা নয় রহমতগন্জের কালা হিসেবেই তার ছিলো ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা..বিশেষ করে রহমতগন্জ ক্লাবের প্রতি তার অবদান ছিলো ভোলার মত নয়..মারা যাবার আগ পর্যšত কালা নিজেকে জড়িয়ে রেখেছিলেন ক্লাবের সাথে..তাইত কালার মৃত্যুতে রহমতগন্জে নেমে আসে শোকের ছায়া..

ফুটবলের শুরুটা যেমন ছিলো রহমতগন্জের হয়ে শেষটাও তেমনি..মাঝে ১৯৭৫ সালে দেশের অন্যতম সেরা ও জনপ্রিয় ক্লাব আবাহনীতে খেলেছিলেন কালা..বলতে হয় আবাহনীতে খেলেই কালা আলাদা ভাবে নিজেকে তুলে ধরেন এবং বেশ জনপ্রিয় হয়ে উঠেন..শুধু তাই নয় ’৭৫ সালের ঢাকা লীগে আবাহনীর আক্রমন ভাগের তারকা ফুটবলার সালাউদ্দিন-সোহরাব-জামিল আকতার-হেলাল-চুন্নুর পাশে খেলে কালা ১৩টি গোল করে দারুন কৃতিত্ব দেখিয়েছিলেন..এর মাঝে আবাহনীর হয়ে পুলিশের বিরুদ্বে একাই করেন ৩ গোল..২টি করে গোল করেন বিআরটিসি-আজাদ ও দিলখুশার বিরুদ্বে..একটি করে গোল ভিক্টোরিয়া-রহমতগন্জ-বিজি প্রেস ও ইষ্টএন্ডেরবিরুদ্বে..

ফুটবলরে স্বর্ন যুগের সময়টায় মাঠ ভরা দর্শকের মন কেড়েছিলেন কালা এক একটি গোল করে..এবং ছিলেন অনেক খেলার জয়ের নায়ক..ঢাকার ফুটবলে কালার ছিলো অর্ধশতাধিক গোল..জাতীয় ফুটবলের আসরে কালা খেলেছেন ঢাকা জেলার হয়ে..নিয়েছেনও ঢাকার হযে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নের স্বাধ..১৯৭৭ লীগ মরসুমে চমক জাগানো দল শক্তিশালী রহমতগন্জের লীগ রার্নাস আপ হওয়ার পেছনে কালার অবদানও ছিলো অনেকখানি..

হালকা পাতলা দীর্ঘকায় খেলোয়াড় কালার বিশেষ করে হেড ওর্য়াক ছিলো আলাদা ভাবে তুলে ধরার মত..তাই সুযোগ সন্ধানী  কালা যায়গা মত বল পেলেই হলো চতুরতার সাথেই নির্ঘাত বল পাঠিয়ে দিতেন বিপক্ষের জ্বালে..আর এই হেড থেকেই আসে যেন কালার একাধিক গোল..

..এখানে উল্লেখ্য যে সত্তর দশকের ঢাকার ফুটবলে কালা ছিলেন দুইজন..এবং দুজনেই ছিলেন অতি পরিচিত ও জনপ্রিয়..একজন হলেন রহমতগন্জ তথা আবাহনীর সালাউদ্দিন কালা..অপরজন হলেন মোহামেডান তথা রহমতগন্জ-দিলখুশা-ইষ্টএন্ডের হাসানউল্লাহ কালা..রহমতগন্জ ও ঢাকা জেলা দলে এক সাথে খেলার কারনে নাম হয়ে যায় বড় কালা ও ছোট কালা..সালাউদ্দিন কালাই ছিলেন বড় কালা নামে খ্যাত..

..এক সময়ের বন্ধু ও সতীর্থ খেলোয়াড় বড় কালা সর্ম্পকে বলতে যেয়ে ছোট কালা বলেন ভাবতেই পারছিনা বড় কালা আজ আমাদের মাঝে নেই..তিনি ছিলেন খুবই ভাল মানের  একজন খেলোয়াড়..বিশেষ করে বড় কালার নিখুত হেডিং ছিলো দেখবার মত..আর এই হেডেই বড় কালা করেছেন এক একটি চমকপ্রদ গোল..ব্যাক্তি জীবনেও বড় কালা ছিলেন বে অমায়িক-ভদ্র..ফুটবলের প্রতি তার ছিলো অগাধ ভালোবাসা..বিশেষ করে রহমতগন্জ ক্লাবের প্রতি তার অবদানের কথা কিছুতেই ভোলার নয়..বড় কালার অকাল মৃত্যু রহমতগন্জ ক্লাবের জন্য যেন এক বিরাট ক্ষতি হয়ে গেলো..যার অবদানের কথা কিনা রহমতগন্জবাসী  মনে রাখবে অনেকদিন..

2 Responses to “…চলেই গেলেন সবাইকে ছেড়ে ঢাকার ফুটবলের এক সময়ের খ্যাতিমান খেলোয়াড় সালাউদ্দিন কালা..”

  1. monjoor milkim.milki1@

    Feb 09. 2014

    Ai Smriti E Poroborti Projonmer Patheo.

    Reply to this comment
  2. sohrab

    Aug 21. 2014

    RIP…
    Kala ji……We had fun together we have played together….
    Ami ..Kala ji Boley DAKTUM….
    Life is too short!

    Reply to this comment

Leave a Reply to Casino_Jeetbuzz_kkPi