ছবি কথা কয়..নিয়ে যায় সেই দিনে..সেই ক্ষনে

”ছবি কথা কয়”..এমন একটা হেড লাইনে নব্বুই দশকের অতি জনপ্রিয় খেলার ম্যাগাজিন ”খেলার ভুবন” এ নিয়মিত তুলে  ধরতাম হঠাৎ করে পাওয়া কিছু দুর্লভ  মহুর্তের  ও মজার মজার আকর্ষণীয় কিছু ছবি..যা কিনা পাঠকদের দারুন ভাবেই আকর্ষণ করত..ম্যাগাজিনটি বের করতেন আমার খুব কাছের প্রিয় মুখ এক সময়ের হকি খেলোয়াড়,ক্রীড়া লেখক সমিতির সভাপতি  আর এমহুর্তের ঢাকা মোহামেডান এর পরিচালক সারোয়ার ভাই..

..খেলার ভুবন ম্যাগাজিনেই আমরা প্রথম তারকা খেলোয়াড়দের রঙ্গিন পোষ্টার ছাপা শুরু করেছিলাম..আজ আবারও মনে পড়ল সে সবের স্মৃতি..তাই আবারও তুলে ধরতে মন চাইলো সেই স্মৃতি গুলো..স্মৃতি যে সব সময়ই মধুর..স্মতির পাতার দুর্লভ ছবি যে কথা কয়..নিয়ে যায় সেই সুখকর দিনে..সেই ক্ষনে..

..আজকের এই দিনটিতে(পহেলা ফেব্র“য়ারী) খুব করেই মনে পড়ছে বাংলাদেশের ফুটবলের এক দিকপাল অন্যতম সেরা ডিফেন্ডার নামী-দামী তারকা ফুটবলার মরহুম মোনেম মুন্নার কথা..মনে পড়ে সব সময়েই মুন্নাকে..বড্ড মিস করা হয় তাকে..খুবই ঘনিষ্ট ছিলাম বলেই তাকে মনে পড়ে বারে বারে..একবার একুশের বই মেলার ক্রীড়া লেখক সমিতির ষ্টলে এসেছিলেন মুন্না ভাবী সহ..ভক্তদের সাথে কথা বলে,অটোগ্রাফ দিয়ে কাটান বেশ কিছু সুন্দর সময়..ভোলার মত নয় মুন্নার স্মৃতি গুলো..বলতে হয় ভুলিনি মুন্না তোমায়..ভুলবও না…মুন্নার ডানে বসা ক্রীড়া লেখক সমিতির প্রিয় আইনুল ভাইও আজ আমাদের মাঝে নেই..

 

 

One Response to “ছবি কথা কয়..নিয়ে যায় সেই দিনে..সেই ক্ষনে”

  1. Shaheen

    Feb 01. 2014

    Excellent collections, Kiron Bhai.

    Reply to this comment

Leave a Reply