”মহা পাগল ব্যাতিক্রম ধর্মী মোহামেডান সমর্থক গোষ্টী”

”মহা পাগল ব্যাতিক্রম ধর্মী মোহামেডান সমর্থক গোষ্টীর” এক অনুষ্টানে গিয়েছিলাম আজ রামপুরায়..সংগঠনটির প্রতিষ্টাতা হলেন
রাজউকে প্রৌকশলী  হিসাবে কর্মরত মোহামেডানের পাগল সমর্থক টি.ইসলাম তারিক..অনুষ্টানের মূল আকর্ষণ ছিলো এক সময়ের
মোহামেডান তথা জাতীয় ফুটবল দলের  প্রতিষ্টিত ও তারকা খেলোয়াড় ’৮৪-র মোহামেডানের দলনায়ক  লেফট ব্যাকস্বপন দাশ
ও  ক্ষীপ্র গতির তুখোড় আক্রমন ভাগের খোলোয়াড় মনু..এ দুই তারকা ফুটবলারের খেলা নিয়ে স্মৃতিচারন অনুষ্টানটিকে প্রানের ছোয়া
যেন এনে দেয়..অনুষ্টানে উপস্হিত অগনিত মোহামেডান পাগল ভক্তদের  পুরানো খেলোয়াড়দের প্রতি আন্তরিকতা,শ্রদ্বাবোধ ও
ভালোবাসায় মুগ্ধ হন স্বপন ও মনু..তারা যেন ভাবতেই পারেননি আজও তাদের খেলার স্মৃতি এভাবে মনে রেখেছে কেউ কেউ..

স্বপন দাশ কথা প্রসঙ্গে বল্লেন আজকাল বাচ্চারা যে ফুটবল নিয়ে মেতে থাকবে সেই খেলার মাঠ কোথায়..নেই ক্ষুদে ফুটবলাড়দের
নিয়ে  দীর্ঘ মেয়াদি কোচিং  প্রোগ্রাম ..আর তাই ফুটবল নিয়ে ভাল কিছুর আশা করা যায়না.. এগিয়ে যেতে হলে অবশ্যই ক্ষুদে
খেলোয়াড়দের  দিকে বেশী করে নজড় দিতে হবে..

ওদিকে এক সময়ের মাঠ কাঁপানো উইঙ্গার মনু অনেকটা দু:খ করেই বল্লেন টাকার ছড়াছড়ি বেড়েছে..আর তাই সবাই ছুটছে টাকার
পেছনে..খেলার গুনগত মান বাড়ানোর দিকে নজড়টা কম..মনুর কথা টাকার মান বেড়েছে..বাড়েনি খেলার মান..ভুল যে বলেননি
মনু তা  অস্বীকার করার উপায় নেই…

4 Responses to “”মহা পাগল ব্যাতিক্রম ধর্মী মোহামেডান সমর্থক গোষ্টী””

  1. md. t islam tarique

    Aug 29. 2013

    MOHAপাগল অর্থাৎ মোহামেডান পাগল । আমরা মোহামেডানের জন্য পাগল । মোহামেডানের গৌরবোজ্জ্বল ইতিহাস গড়তে যারা মোহামেডানকে উজাড় করে দিয়েছেন আমরা তাদের ভক্ত । আমরা তাদের কে সম্মান করি । তাদের হয়তো আমরা কিছু দিতে পারবো না কিন্তু আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা শুধু মাত্র তাদের ই জন্য যা অন্য কেউ কোটি টাকার বিনিময়ে ক্রয় করতে পারবে না । আমাদের ডাকে স্বপন দা এবং মনু ভাই আমাদের মাঝে এসেছিলেন ২৮ তারিখ ২০১৩ । আমরা গর্বিত । আমাদের এই সমর্থক দলের কাজ শুধু মাঠে গিয়ে খেলা দেখাই নয় বরঞ্চ অতিত আর বর্তমান খেলোয়াড়দের সন্মান প্রদর্শন করা এবং বিভিন্ন সময় বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান করে তাদের মাঝে খেলাধুলায় আগ্রহী করা ও মোহামেডানের সমর্থক তৈরি করাই মুল উদ্দেশ্য । আমাদের এই মোহামেডানের প্রতি আবেগ এই ভালবাসা জানি মোহামেডান কর্মকর্তাদের কাছে কোন মূল্য নেই কিন্তু মোহামেডানে খেলে যাওয়া সেই সব খ্যাতিমান খেলোয়াড় রা নিশ্চয় আমাদের পাশে থাকবেন । এ কথা নিশ্চিত করে বলতে পারি । নাজমুল আমিন কিরন ভাই ও এস এনাম মুরশেদ ভাই কে অসংখ্য ধন্যবাদ যিনি আমাদের এই অনুষ্ঠান কে সাফল্য মণ্ডিত করতে সামনা সামনি ও আড়াল থেকে অনেক সহযোগিতা করেছেন । আমরা তাদের কাছে কৃতজ্ঞ ।

    Reply to this comment
  2. Mahbub

    Aug 11. 2015

    আমি একজন আবাহনীর সমর্থক । বাংলাদেশে আবাহনী – মোহামেডান ফুটবল ক্রেজ ১৯৯৫ সাল পর্যন্ত ছিল । আমি অবশ্য এই ক্রেজের শেষ ৩ বছর অর্থাৎ ১৯৯২ থেকে ১৯৯৫ পর্যন্ত দেখেছি । কিন্তু যতটুকু দেখেছি , তা ব্রাজিল – আর্জেন্টিনা , পাকিস্তান – ভারত , বা বার্সা – রিয়ালের দ্বৈরথের থেকেও উপভোগ্য মনে হয়েছে । ১৯৯৫ সাল কেন , মোটামুটিভাবে ১৯৯৬ সাল পর্যন্ত এই খেলা জনপ্রিয় ছিল । ১৯৯৭ সাল থেকে আস্তে আস্তে কমে যেতে থাকে এবং ২০০০ সাল থেকে মানুষ এই খেলার তেমন খবরই রাখে না । যাই হোক , আমি বাফুফের অধীনে ১৯৭২ থেকে ১৯৯১ পর্যন্ত ফেডারেশন কাপ এবং লীগ ছাড়া ক্লাব ভিত্তিক যতো টুর্নামেন্ট হয়েছে , সেগুলোতে আবাহনী – মোহামেডান এর ম্যাচগুলোর ফলাফল জানতে চাই । এডমিনকে Request করছি জানানোর জন্য । কেউ জানলে বলবেন । কারন , এটা এমন এক দ্বৈরথ যে এই দুই দলের পারস্পরিক সর্বমোট জয়-পরাজয়ের পরিসংখ্যান অধিকাংশ মানুষই জানে না । মানুষ ব্রাজিল – আর্জেন্টিনা / পাকিস্তান – ভারত / বার্সা – রিয়ালেরটা জানে , কিন্তু আবাহনী – মোহামেডান এরটা জানে না ।

    Reply to this comment
  3. sakibmsb@yahoo.com

    Jan 16. 2016

    কিরণ ভাই আপনি আছেন বলে পুরাতন দিন গুলি মনে পরে। সাকিব

    Reply to this comment
    • admin

      Feb 03. 2016

      …সাকিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ…

      Reply to this comment

Leave a Reply to Anonymous