স্মৃতির পাতায় এক সময়ের জাতীয় দলের তারকা ফুটবলার গাফ্ফার

..এক সময়ের ঢাকার ফুটবলের অন্যতম সেরা দুই দল মোহামেডান-আবাহনী ও ওর্য়ান্ডারসের তথা জাতীয় ফুটবল দলের জনপ্রিয় একটি নাম গাফ্ফার..সে সময় নজড় কেড়েছিলেন গাফ্ফার তার ক্ষীপ্রগতির আক্রমনাত্মক খেলা উপহার দেয়ার মাঝে….বেশ কটি নজড় কাড়ার মত গোলও রয়েছে গাফ্ফারের..যা ঢাকার মাঠের দর্শকদের আজও স্মৃতিতে জ্বল জ্বলে হয়ে আছে সন্দেহ নেই….বড় ম্যাচে আবাহনী ও মোহামেডানের হয়ে বেশ কিছু দর্শনীয় গোল করে জয়ের স্বাধও এনে দিয়েছেন..বিশেষ করে জাতীয় দলের হয়ে ভারত ও ওমানের বিরুদ্বে গাফ্ফারের জয়সুচক গোল আজও স্মৃতিতে অম্লান হয়ে আছে..

..গাফ্ফারের ঢাকা লীগ খেলার সুচনা হয়েছিলো ১৯৭৭ সালে শান্তিনগরের হয়ে..এরপর ’৭৮-৭৯ দুবছর ওয়ার্ন্ডাসের হয়ে খেলার পর ‘৮০তে যোগ দেন মোহামেডানে..তিন বছর পর ৮৩তে যোগ দেন আবাহনীতে….গাফ্ফার জাতীয় দলের হয়ে ঢাকায় প্রেসিডেন্ট কাপ ফুটবল..এশিয়ান যুব ফুটবল..মালশিয়ায় মারদেকা কাপ আসরে খেলেছেন….এছাড়া গাফ্ফার জাতীয় যুব দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন..অত:পর ’৮৬তে খেলার ইতি টানেন..খেলা ছেড়ে কোচিং লাইনেও নিজেকে জড়ান গাফ্ফার..তবে খুব বেশী সময় নয়..এরপর রাজনীতিতেও নিজেকে জড়িয়ে নেন গাফ্ফার..ছিলেন ওর্য়াড কমিশনারও..সময় সময় ভারপ্রাপ্ত মেয়রেরও দায়িত্ব পালন করেছেন..অত:পর পাড়ি জমান সুদুর আমেরিকায়..দীর্ঘদিন বসবাসের পর দেশে ফিরে এসে আবারও নিজেকে জড়িয়ে রেখেছেন ফুটবলের সাথে..জড়িত আছেন শেখ জামালের সাথে..

..এক সময়ের তারকা ফুটবলার গাফ্ফারের আজ ১৭ই এপ্রিল ছিলো ২৬ তম বিয়ে বার্ষিকি..সকালে ফোনে কথা বলার সময়েই গাফ্ফার জানান একথা..বল্লেন অনেকের মতই,আমি যে ফুটবল খেলে সুনাম কুড়িয়েছি একথাটি বউ-ছেলেদের বিশ্বাস করাতে পারিনা স্মৃতি ধরে রাখার মত খেলার পেপার কাটিং ও ছবি কালেকশনে নেই বলে..আর তাই আজ বিয়ে বার্ষিকিতে ওদের একটা সারপ্রাইজ গিফট দিতে চাই..যা দেখে ওরা পুলোকিত ও খুশি হবে..যে কারনে তোমার সাহায্য চাইছি..বল্লাম কি করতে পারি বলেন..জানান তেমন কিছুই না একটা কাজ করো প্লিজ তোমার কাছে আমার যে পুরানো কালেকশন আছে তার কিছু দুর্লভ ছবি তুলে ধরো..যা দেখে ওরা দারুন খুশি হবে..এ কারনেই এখানে গাফ্ফার ভাইয়ের কিছু স্মৃতি তুলে ধরলাম..

..আজ হতে ২৮ বছর আগে তারকা ফুটবলার গাফ্ফার ভাইয়ের একটা পেপার কাটিং ছবির উপর অটোগ্রাফ নিয়েছিলাম..যে স্মৃতিটা আজও মনে পড়ে..

No comments.

Leave a Reply