..স্মৃতির পাতায় “ক্রিকেটার”..

..মনে পড়ে ১৯৮৮ সালে ঢাকায় প্রথম বারের মত ক্রিকেটের বড় একটি আসর বসে এশিয়া কাপ ক্রিকেটের মাঝে..সেবার প্রথম “ক্রিকেটার” নামে একটি ক্রিকেট ম্যাগাজিন প্রকাশ করেছিলাম সম্পুর্ন একক প্রচেষ্টায়..লেখা-ছবি-কভার ডিজাইন এমনকি পেষ্টিংটাও করেছিলাম নিজ হাতেই..

..বলতে হয় দুর্ভাগ্যজনক ভাবেই ৯৪‘সালে জাপান চলে যাবার পর ম্যাগাজিনটির সবই হারিয়ে ফেলা হয়..শুধু তাই নয় ৭৪’সাল হতে সযত্নে জমিয়ে রাখা ৪০ হাজারেরও বেশী পেপার কাটিং দুর্লভ খেলার ছবিও হারিয়ে ফেলা হয়..ব্যাপারটা আমার কাছে যে কতটা পীড়া দায়ক তা কাউকে বোঝানো যাবেনা..

..তবে অনেকটা সৌভাগ্যক্রমেই কিছুদিন আগে সেই “ক্রিকেটার” ম্যাগাজিনটার একটা কপি খুজে পেলাম..তাও কভার পেইজটা ছাড়া..কিছুদিন আগে মুন্সিগন্জ গিয়েছিলাম ফেলে আসা স্মৃতিময় দিনের আড্ডা দিতে এক সময়ের জাতীয় ফুটবল দলের ও মোহামেডানের দেশ সেরা লেফট ব্যাক আমার খুব প্রিয় ও কাছের আপনজন স্বপন দাশের বাসায়..তার জমিয়ে রাখা কিছু ম্যাগাজিনের মাঝেই পেয়ে যাই আমার সেই “ক্রিকেটার”..ম্যাগাজিনটা হাতে পেয়ে কি যে ভাল লাগলো তা বলে বোঝাতে পারবনা..আজ এখানে সেই “ক্রিকেটার” ম্যাগাজিনে ছাপানো কিছু স্মৃতি তুলে ধরছি..যা আজও মনকে খুব নাড়া দেয়..

..সেবারের এশিয়া কাপ আসরের ট্রায়ালে দারুন সম্ভামনা নিয়ে যোগ দেন দুই তরুন ক্রিকেটার..এদের নিয়ে লিখেছিলামও আলাদা ভাবে..জাতীয় দলে খেলাটা যাদের ছিলো সময়ের অপেক্ষা মাত্র..এমনকি সেবারের এশিয়া কাপ আসরের বাংলাদেশ দলে ঠাইও করে নেয় দুজন..আর এদুজন হলেন আজকের জাতীয় দলের প্রধান নির্বাচক আকরাম খাঁন ও টেষ্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরীয়ান আমিনুল ইসলাম বুলবুল..

2 Responses to “..স্মৃতির পাতায় “ক্রিকেটার”..”

  1. Shaheen

    Apr 01. 2013

    Dear Kiron Bhai,

    Excellent collection. I thoroughly enjoyed going through it. Thank you for sharing them.

    Reply to this comment
  2. md.tariqul islam tarique

    Apr 02. 2013

    kiron bhai great ,,,no comments

    Reply to this comment

Leave a Reply to Знакомство с факерами