..ভাবাই যায়না টানা দুবার বিপিএল সেরা সাকিব..

 

..ভাবাই যায়না টানা দুবার বিপিএলের সেরা খেলোযাড় হওয়া..তাই করে দেখালেন আমাদের গর্ব বিশ্বখ্যাত নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব..সাকিব বলেন আসর শুরু থেকেই নাকি তার নব বধু বলছিলেন এ গাড়ীটা চাই-চাই..সাকিব যেন দেখালেন কেন তাকে সবাই সেরা বলে..দলকে এনে দিলেন সেরা দলের চ্যাম্পিয়ন ট্রফি আর নব বধুকে গাড়ী..তাই খুশিতে মিষ্টি হাসিই যেন দিলেন উপহার সাকিবকে তার নব বধু..

..”ম্যান অব দ্য টুর্নামেন্ট” ঘোষনার সাথে সাথেই লাফিয়ে সাকিবকে জড়িয়ে ধরলেন দলনায়ক মাশরাফি..দুর থেকে মিষ্টি হাসিতে করতালি দিচ্ছিলেন সাকিবের নব বধুটি..সাকিব হাসি মুখে গাড়ীর চাবিটি নিলেন..যেমনটি প্রথম আসরের গাড়ীর চাবি নিয়েছিলেন..

..ফাইনালে সাকিব ব্যাট হাতে ২৯ বলে ২ চার ও ২ ছক্কার মাঝে ৪১ রান সংগ্রহ করে দলকে চ্যাম্পিয়ন হতে বিশেষ ভুমিকা রাখেন..যদিও বল হাতে ফাইনালে সাকিব তেমন সুবিধা আদায় করতে পারেননি..৩ ওভারে ২১ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন..তবে এবারের বিপিএলের আসরে ব্যাট হাতে সাকিব ১২ খেলায় ৩২.৯০ গড়ে ৩২৯ রান সংগ্রহ করেন..অপর দিকে বল হাতে ৪৬.৪ ওভার বল করে ২৯০ রানের বিনিময়ে ১৫টি উইকেট দখল করে প্রশংসনীয় চৌকস নেপুন্য প্রদর্শন করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন..

..১৯ ফেব্রুয়ারী বিপিএলের দ্বিতীয় আসরের ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স (৯/১৭২) দল ৪৩ রানের ব্যাবধানে চট্রগ্রাম কিংসকে(১২৯) হারিয়ে টানা দুবার চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে নিজেদের শ্রেষ্টত্ব প্রদর্শন করে..তরুন প্রতিভাবান ব্যাটসম্যান আনামুল সর্বোচ ৫৮,সাকিব ৪১,আশরাফুল ২৪ রানই ছিলো তুলে ধরার মত..দলের আর কেউই দুঅন্কের রান তুলতে পারেনি.. রুবেল ৪৪ রানে সর্বোচ ৪টি এবং তাসকিন ২৮রানে ও দিলহারা ২৯রানে ২টি করে উইকেট নিয়ে কৃতিত্ব দেখান..জবাবে চট্রগ্রাম কিংস ১২৯ রানের মাথায় অলআউট হয়ে গেলে ঢাকা ৪৩ রানে জয়ী হয়ে চ্যাম্পিয়নের স্বাধ নেয়..চট্রগ্রাম কিংসের ১২৯ রানের মাঝে জে-রয়ের ৪০ ও দলনায়ক মাহমুদৌল্লাহ রিয়াদের ৪৪ রানই ছিলো তুলে ধরার মত..টমাস ১৯রানে ও মোশারফ ২৬ রানে ৩টি করে উইকেট দখল করে চট্রগ্রামের ইনিংসে চরম ফাটল ধরান..ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন ঢাকার মোশারফ..

No comments.

Leave a Reply