১৯৭৩ সালে মোহামেডান ও আবাহনীর প্রথম ম্যাচই মারামারিতে পন্ড

…বাংলাদেশের ফুটবলের ইতিহাস লিখতে গেলে যেমন দেশ সেরা দুটো দল ঢাকা মোহামেডান ও আবাহনীকে নিয়ে বড় করে লিখতে হবে তেমনি এদেশের ফুটবলকে আকর্ষনীয় করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাবার পেছনে এদুদলের অবদানের কথা ভোলার নয়…একটা সময় ছিলো মোহামেডান ও আবাহনীর খেলা যেন ঘুম হারাম করে দিত ফুটবল প্রেমিকদের…ছিলো এ দুদলের খেলা নিয়ে সে কি জল্পনা কল্পনা..দল বদলের আগে থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত চলতো আলোচনার ঝড়…কে কাকে দলে টানছে..কেমন হবে দল..কেমন খেলবে দল…কে জিতবে শিরোপা…কে এগিয়ে যাবে শিরোপা জয়ের তালিকায়…বা কোন দল এগিয়ে যাবে জয়-পরাজয়ের পরিসংখ্যানে এসব ভাবনায় ডুবে থেকে আলোচনার আর তক-বিতর্কের শেষ ছিলোনা…..জনপ্রিয় এদুদলের খেলার জয়-পরাজয় নিয়ে তর্কা-তর্কি..মারামারি-কাটাকাটি..সংঘর্ষ..ভাংচুর..মিছিল-মিটিং কত কিছুই না ঘটেছে..খেলোয়াড়দের থানা-জেল হাযতে যাবার ঘঠনাও বাদ যায়নি..

..এখানে স্মরনযোগ্য যে স্বাধীনতাত্তোর ঢাকা লীগে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান-আবাহনীর খেলার সুচনাটাই হয়েছিলো মারামারির মাঝে..খেলোয়াড়দের হাতাহাতির রেশ গ্যলারীতে ছড়িয়ে পড়লে খেলা আর শেষ হতে পারেনি..পন্ড হয়ে যায় খেলাটি বিরতির কিছু পরেই..এখানে সেই ভুন্ডল হয়ে যাওয়া খেলার স্মৃতি কথাই তুলে ধরছি…

..আবাহনী ও মোহামেডানের ম্যাচটা শুরুই হয়েছিলো সুন্দর আক্রমন পাল্টা আক্রমনের মাঝে আকর্ষনীয় ভাবে..সময় গড়ানোর মাঝে খেলাও জমে উঠেছিলো দারুনভাবে..খেলোয়াড়দের সৃজনশীল ও নৈপুন্য ভাস্বর খেলা প্রান ভরেই যেন উপভোগ করছিলো মাঠ ভরা দর্শকরা..এক পর্যায়ে আবাহনীর কজন খেলোয়াড় দৈহিক শক্তি প্রয়োগ করে অখেলোয়াড়ী মনোভাব প্রদর্শন করলে মাঠ গরম হয়ে উঠে..সে সময়ও কেউ ভাবতেই পারেনি শেষ অবধি খেলোয়াড়দের হাতাহাতিতে খেলার অপমৃত্যু ঘটবে..অথচ তাই হয়েছে দুখঃজনক ভাবে..

..দৈহিক শক্তি প্রদর্শন করে খেলায় গন্ডগোলের সুত্রপাত শুরু করেছিলো আবাহনীর আলী ইমাম ও বাটু…এক পর্যায়ে দর্শকরা আবাহনীর খেলোয়াড়দের লক্ষ করে ঢিল ছুড়তে থাকেন এবং খেলোয়াড়রাও তখন পাল্টা ঢিল ছুড়েন..এতে করে উত্তেজনা যেমন বেড়ে যায় তেমনি মাঠ গরম করে তুলে..খেলার করুন পরিনিতি ঘটে মেজর হাফিজউদ্দিনের করা চমৎকার গোলে মোহামেডান ১-০ গোলে এগিয়ে থাকার  কিছু সময় পরেই..এক সময় টিপুর ফাউলকে কেন্দ্র করে আবাহনীর কয়েক কর্মকর্তাও গন্ডগোলে জড়িয়ে পড়েন ন্যাক্কারজনক ভাবে..এরই মাঝে দুদলের খেলোয়াড়রা একে অপরের উপর আক্রমনে ঝাপিয়ে পড়লে মাঠে যেন এক ধরনের যুদ্বক্ষেত্র পরিনিত হয়..পুলিশের হস্তক্ষেপে মাঠ শান্ত হলে এক পর্যায়ে আবাহনীর খেলোয়াড়রা খেলতে অস্বীকার করলে খেলার অপমৃত্যু ঘটে..

১৯৭৩ সালে মারামারিতে পন্ড হয়ে যাওয়া মোহামেডান ও আবাহনীর প্রথম ম্যাচে দুদলের হয়ে খেলেছিলেন যারা..মোহামেডান : ইকবাল-জহির-বাদল-পিন্টু-মঈন-নান্নু-কায়কোবাদ-সুরুজ-মেজর হাফিজউদ্দিন-হিরু ও প্রতাপ…আবাহনী : বাবলু-মন্জু-সাদেক-আশরাফ-অমলেশ-বাদশা-বাটু-আলী ইমাম-সালাউদ্দি-টিপু ও গফুর..এদিন খেলা পরিচালনায় ছিলেন রেফারী ননী বসাক..

8 Responses to “১৯৭৩ সালে মোহামেডান ও আবাহনীর প্রথম ম্যাচই মারামারিতে পন্ড”

  1. বাশার

    Mar 08. 2014

    I want to know the Abahani-Mohammedan league match result in 1983 and 1984 and 1989/90 league . Plz , inform me .

    Reply to this comment
    • mahfuz

      Aug 21. 2014

      1983 Match was draw….1984 3-2 Abahani and super league 2-0 Mohammedan…. 1989-90 league 1-1 and 0-0

      Reply to this comment
  2. বাশার

    Oct 16. 2014

    মাহফুজ ভাই , আপনাকে ধন্যবাদ উত্তর দেয়ার জন্য । আচ্ছা , আরেকটি প্রশ্ন , ১৯৯১ সালে বি টি সি ক্লাব কাপ ফুটবল ফাইনালে আবাহনী – মোহামেডান ম্যাচের ফলাফল কি ছিল বলবেন কি ? আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম । ভাল থাকবেন । আমার সালাম নিবেন ।

    Reply to this comment
  3. মাহবুব

    Oct 18. 2014

    আমি ১৯৮১ সাল এবং ১৯৮৫ সালের ফুটবল লীগের আবাহনী – মোহামেডান ম্যাচের ফলাফল জানতে চাই । কেউ তথ্য দিবেন কি ?

    Reply to this comment
  4. md. t islam tarique

    Oct 20. 2014

    ১৯৮১ সালে প্রথম লীগে আবাহনী ২-০ গোলে জিতে , সুপার লীগের খেলা ড্র হয় ।

    Reply to this comment
  5. Shaheen

    Oct 20. 2014

    Mr. Bashar:

    I think you wanted to know the result of that club cup tournament where 3 clubs from Bangjadesh and 3 clubs from West Bengal participated. If that’s a case, Abahani won that match by 1-0 courtesy of Golam Gaus header goal in 119th minute off an Alamgir long throw in. Mohammedan played much better than Abahani. Nakib, Sabbir, Mamun Joarder missed great opportunities to score, but failed. Roxi had a great game for Mohammedan in the midfield.

    Reply to this comment
  6. মাহবুব

    Oct 21. 2014

    তারিক ভাই এবং শাহীন ভাই , আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই তথ্য দেয়ার জন্য । আচ্ছা , আমি ১৯৮৫ সালের আবাহনী – মোহামেডান লীগ ম্যাচের ফলাফলটাও জানতে চেয়েছিলাম । আশা করি জানাবেন । ভাল থাকবেন । আমার সালাম নিবেন ।

    Reply to this comment
  7. মাহবুব

    Oct 25. 2014

    ১৯৮৫ সালের ফুটবল লীগের আবাহনী – মোহামেডান দুই পর্বের ম্যাচের ফলাফল জানতে চাই । কেউ বলবেন কি ?

    Reply to this comment

Leave a Reply to Anonymous