৪০ বছর আগে প্রথম স্বাধীনতা দিবস ফুটবলে চ্যাম্পিয়ন মোহামেডান

…দেখতে দেখতেই যেন কেটে গেলো মহান স্বাধীনতার ৪১টি বছর…’৭১সালে দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে প্রথম অনুষ্টিত হয়েছিলো স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্ট…যে আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিলো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ও ইষ্টএন্ড ক্লাব..প্রথম আসরেই নিজেদের সেরা হিসেবে তুলে ধরে মোহামেডান..আকর্ষনীয় ফাইনালের বিজয় নায়ক ছিলেন ষ্টাইলিশ ষ্ট্রাইকার সালাউদ্দিন…দুটো দর্শনীয় গোল করে সালাউদ্দিন চ্যাম্পিয়নের স্বাদ এনে দেয় মোহামেডানের অগনিত সমর্থদের..ফাইনালে মোহামেডান ৩-১ গোলে ইষ্টএন্ডকে হারিয়েছিলো…

…একটা সময় ছিলো যখন সালাউদ্দিন মানেই আবাহনী ধরে নেয়া হত..বা আবাহনী মানেই সালাউদ্দিন..বলা যায় সালাউদ্দিনকে বাদ দিয়ে আবাহনী ভাবাই যেতনা..অথচ কজনই বা জানেন এই সালাউদ্দিনের স্বাধীনতাত্তোর ঢাকার ফুটবলের সুচনাটা হয়েছিলো মোহামেডানের হয়ে..এমনকি ঢাকার ফুটবলের প্রথম চ্যাম্পিয়ন ট্রফি জয়ের মুল নায়ক ছিলেন সালাউদ্দিন..ফাইনালে সালাউদ্দিনের দুই গোল মোহামেডানকে চ্যাম্পিয়নের স্বাদ এনে দেয়..

…স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম ফুটবলের আসর বসে ১৯৭২ সালে স্বাধীনতা দিবস ফুটবলের মধ্য দিয়েই..ফাইনালে ইষ্টএন্ডকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের মাঝে মোহমেডান সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্টিত করে…দুদটো দর্শনীয় গোল করে মোহামেডানের স্বাধীনতাত্তোর প্রথম চ্যাম্পিয়নের মুল নায়ক হয়ে ধরা দেন সালাউদ্দিন..প্রথম ও শেষ গোলটি করেন সালাউদ্দিন..অপর গোলদাতা হলেন আমিনুল ইসলাম..সালাউদ্দিনের গোলে মোহামেডান এগিয়ে গেলেও সমতা নিয়ে আসেন সাত্তার..ফাইনালে মোহামেডানের হয়ে খেলেছিলেন কিপার মনি-জহির-পিন্টু(দলনায়ক)-আইনুল-মঈন-কায়কোবাদ-প্রতাপ(আমিনুল)-সালাউদ্দি-হাফিজউদ্দিন-শামসু ও টিপু…অপরদিকে ইষ্টএন্ডের হয়ে খেলেছিলেন কিপার মোখলেস-নুরুল আমিন-রফিক-সিরাজউদ্দিন(ডেরিক)-আশরাফ-বেলাল(দলনায়ক)-ইদরিস-সাঈদ-জাহাঙ্গীর(ইসহাক)-সাত্তার ও আঙ্গুর..ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারী মুনির হোসেন..সহকারী রেফারী ছিলেন মহিউদ্দিন চৌধুরী ও দলিল খান…

5 Responses to “৪০ বছর আগে প্রথম স্বাধীনতা দিবস ফুটবলে চ্যাম্পিয়ন মোহামেডান”

  1. Syed Enam Murshed

    Dec 20. 2012

    Kiron bhai This is Ashadhoron.

    Reply to this comment
  2. মাহবুব

    Oct 25. 2014

    আমি ১৯৮৫ সালের ফুটবল লীগের আবাহনী – মোহামেডান দুই পর্বের ম্যাচের ফলাফল জানতে চাই । কেউ বলবেন কি ?

    Reply to this comment
  3. মাহবুব

    Jun 18. 2015

    খোরশেদ ভাই , তথ্য দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ । আমার সালাম নিবেন ।

    Reply to this comment
  4. মাহবুব

    Jun 18. 2015

    খোরশেদ ভাই , ১৯৭৮ , ১৯৮০ , এবং ১৯৮৩ সালের লীগে আবাহনী – মোহামেডান দুই পর্বের খেলার ফলাফল কি আমাকে জানাবেন ? আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম । কেউ জানলে আমাকে বলুন ।

    Reply to this comment

Leave a Reply to Anonymous